" সকল প্রশংসা একমাত্র আল্লাহ'র যিনি আমাদের সৃষ্টি করেছেন "
‘এসো বাঁচতে শিখি’ একটি সামাজিক সংগঠন । ''মানব সেবায় নিয়োজিত মন,আত্মতৃপ্তি সারাক্ষণ''এই স্লোগানটি ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে "এসো বাঁচতে শিখি" সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সূচনা থেকে বিভিন্ন ভাবে সামাজিক দায়িত্ব পালন করে আসছে ।
বিষয়: সংগঠনের নাম ও স্লোগান
নিম্মলিখিত নামে সংগঠন পরিচিত হইবে-
বাংলায়ঃ এসো বাঁচতে শিখি ।
ইরেজীতেঃ Esho Bachte Shikhi
সংক্ষেপেঃ EBS
স্লোগানঃ- ''মানব সেবায় নিয়োজিত মন,আত্মতৃপ্তি সারাক্ষণ''
সংগঠনের ঠিকানা
উপজেলাঃ মনোহরদী, জেলাঃ নরসিংদী
উপজেলাঃ মনোহরদী, জেলাঃ নরসিংদী
১.সংগঠনের স্থায়ী কোনো কার্যালয় নেই ।
২.সদস্যদের মতামতের উপর ভিত্তি করে যে কোনো জায়গায় কার্যক্রম পরিচালনা করা হয় ।
সংগঠনের কার্যক্রম আওতাভুক্ত এলাকা
বর্তমানে নরসিংদীর তিনটি থানায় এসো বাঁচতে শিখির কার্যক্রম চলমান আছে । যেহেতু আমাদের সাথে বাংলাদেশের যে কোনো নাগরিক কাজ করতে পারবে তাই ভবিষ্যতে এই কার্যক্রম সম্প্রসারনের চিন্তাভাবনা রয়েছে।
বর্তমানে নরসিংদীর তিনটি থানায় এসো বাঁচতে শিখির কার্যক্রম চলমান আছে । যেহেতু আমাদের সাথে বাংলাদেশের যে কোনো নাগরিক কাজ করতে পারবে তাই ভবিষ্যতে এই কার্যক্রম সম্প্রসারনের চিন্তাভাবনা রয়েছে।
লক্ষ্য:-ভবিষ্যতের জন্য সঠিক নেতৃত্ব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য স্কুল কলেজগামি শিক্ষার্থীদের সামাজিক কাজে আগ্রহী করা এবং দক্ষ সেচ্ছাসেবী হিসেবে তৈরি করা।
উদ্দেশ্যগুলো হলোঃ-
১.দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান ।
২. স্কুল কলেজগামী শিক্ষার্থীদের সামাজিক কাজে আগ্রহী করা ।
৩. সমাজের অসহায় মানুষের পাশে থাকা,অর্থ,শ্রম দিয়ে সাহায্য করা।
৪. দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ।
৫. রক্ত দান কর্মসূচি বাস্তবায়ন।
৬. বৃক্ষরোপণ কর্মসূচি ত্বরান্বিত করা।
৭. মাদক বিরোধী আন্দোলন জোরদার করা।
আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন ।আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরও ভালো ভালো কাজ করছে পারবো।
ধন্যবাদ সবাইকে ।
0 Comments
Thanks