সামাজিক সংগঠনের ভূমিকা







অনেকে মনে করেন সংগঠনে কাজ করা মানে সময় নষ্ট করা,পড়ালেখার ক্ষতি করা !
আসলে এটা ভুল ধারণা । বরং সুস্থ সংগঠন এর সাথে কাজ করার মাধ্যমে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় । এতে করে দায়িত্বশীলতা বাড়ে,নেতৃত্বগুণ প্রকাশ পায় ।একজন সংগঠন করা বেক্তি,সংগঠন না করা বেক্তি থেকা আলাদা ।সংগঠন শেখায় সহনশীলতা,দেশপ্রেম,নৈতিকতা,উদারতা এবং এক হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে ।যারা দেশপ্রেম,সততা,নিষ্ঠের চর্চা করেন তাদের কে কোন সংগঠনের সাথে কাজ করে নিজের চেতনাকে বলিষ্ঠ রাখার আহ্বান করা হচ্ছে ।

Post a Comment

1 Comments

Thanks