৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

বাংলাদেশে বর্তমানে প্রতি ১৪ জনে একজন থ্যালাসেমিয়ার বাহক রয়েছেন, আর ৭০ হাজারের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি বছর ৬ হাজার শিশু বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। থ্যালাসেমিয়া রোগীরা প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। চিকিৎসা না করা হলে এ রোগীরা রক্তশূন্যতায় মারা যায়।

আজ  সোমবার (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সচেতন হোন, শেয়ার করুন এবং যত্ন নিন’।

মা এবং বাবা থ্যালাসেমিয়া আক্রান্ত হলে তাদের সন্তানের এ রোগ হওয়ার জুঁকি থাকে। কিন্তু একজন থ্যালাসেমিয়া বাহক অন্য একজন সুস্থ মানুষ কে বিয়ে করলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা নেই।।

তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দেখেনেয়া জরুরী দুইজন এই রোগের বাহক কি না।  

সচেতন হোন থ্যালাসেমিয়া মুক্ত থাকুন। 



Post a Comment

0 Comments