Leadership Online live session


 আপনি কি একজন আদর্শ লিডার হতে চান?

লিডারের গুনাবলী একজন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার জীবনকে করে সৌন্দর্যপূর্ণ ও সাফল্যমন্ডিত। নিজের ব্যাক্তিত্বে বৈচিত্রতা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য সবক্ষেত্রেই লিডারের গুনাবলী এর প্রয়োজনীয়তা অপরিসীম। ভিনসে লমবার্ডি বলেন, নেতারা কখনো এমনি এমনি জন্মায় না বরং তাদের তৈরি করিয়ে নিতে হয়। একজন আদর্শ লিডার হতে হলে তাকে অনেকগুলো গুণাবলীর অধিকারী হতে হয়।
"এসো বাঁচতে শিখি" প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে " Leadership Online live session"
সেশনটির মাধ্যমে আপনি একজন আদর্শ লিডার হওয়ার জন্য সকল দিক নির্দেশনা পাবেন। সেশনটি সরাসরি দেখতে পারবেন "এসো বাঁচতে শিখি"র ফেসবুক পেইজে।




Post a Comment

0 Comments